Sambad Samakal

Mamata: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশানে পুলিশ! গড়িয়াহাট, হাতিবাগান, সল্টলেকে অভিযান

Jun 25, 2024 @ 2:08 pm
Mamata: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশানে পুলিশ! গড়িয়াহাট, হাতিবাগান, সল্টলেকে অভিযান

ফুটপাথ দখল করে বেআইনি দোকান-হকারদের রমরমা নিয়ে নবান্নের বৈঠক থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই শহরজুড়ে ‘অ্যাকশান মোডে’ পুলিশ!

মঙ্গলবার সকাল থেকেই উত্তর কলকাতার হাতিবাগান, দক্ষিণের গড়িয়াহাট, এসএসকেএম হাসপাতাল চত্বর, সল্টলেকের সেক্টর ৫ সহ বিভিন্ন এলাকায় অভিযানে নেমেছে পুলিশ। ফুটপাথের অন্তত ৬০ শতাংশ ছেড়ে দোকান লাগানোর নির্দেশ দেওয়া হয়। খুলে ফেলা হয় প্লাস্টিকের ত্রিপল ও বাঁশের স্ট্রাকচার।

এসএসকেএম হাসপাতালের সামনে গ্যাস জ্বালিয়ে রান্না-বান্না না করার জন্যও অস্থায়ী দোকানদারদের নির্দেশ দেওয়া হয় পুলিশ ও কলকাতা পুরসভার তরফে। গড়িয়াহাটে অভিযান চালানোর সময়ে পুলিশের কাছে বাধা দেন বেশ কয়েক জন হকার। তাদেট মধ্যে অন্তত ৭/৮ জনকে আটক করেছে পুলিশ।

Related Articles