লোকসভার স্পিকার পদে এনডিএর প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস নেতা কে সুরেশকে মাঠে নামিয়েছে কংগ্রেস। এবার কংগ্রেসের এই পদক্ষেপ নিয়ে সংঘাত তৃণমূলের সঙ্গে! তৃণমূলের সংসদীয় দলের দাবি, স্পিকার পদপ্রার্থী হিসেবে কে সুরেশের নাম একতরফা ভাবেই কংগ্রেস ঘোষণা করে দিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
সূত্রের খবর, স্পিকার নির্বাচনে নিজেদের অবস্থান চূড়ান্ত করতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে অভিষেকের কথা হয়েছে বলে খবর। ফলে সন্ধ্যের মধ্যেই অবস্থান স্পষ্ট করতে পারে তৃণমূল কংগ্রেস।