Sambad Samakal

TMC: রাজভবন না বিধানসভা, কোথায় শপথগ্রহণ? ফের সায়ন্তিকা-রেয়াতকে চিঠি রাজ্যপালের

Jun 25, 2024 @ 4:06 pm
TMC: রাজভবন না বিধানসভা, কোথায় শপথগ্রহণ? ফের সায়ন্তিকা-রেয়াতকে চিঠি রাজ্যপালের

রাজভবন না বিধানসভা? স্পিকার না রাজ্যপাল? কার কাছে শপথ নেবেন বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী ও রেয়াত হোসেন? দরি টানাটানি চলছে লাগাতার। এরমধ্যেই মঙ্গলবার ফের দুই বিজয়ী বিধায়ককে রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন সায়ন্তিকা ও রেয়াতকে লেখা চিঠিতে রাজভবনের তরফে দাবি করা হয়েছে, নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ কোথায় হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র রাজ্যপাল। এরআগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপনির্বাচনে জয়ী বিধায়করা যে রাজভবনে এসে শপথ নিয়েছেন, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি দ্রুত বিধায়ক হিসেবে শপথগ্রহণ না করলে কী কী সমস্যা হতে পারে, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। যদিও রাজভবনে নির্দিষ্টভাবে কে সায়ন্তিকা ও রেয়াতকে শপথ বাক্য পাঠ করাবেন, সেই বিষয়ে ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে, এদিনের চিঠিতেও।

Related Articles