মঙ্গলবার অষ্টাদশ সংসদের নবনির্বাচিত সাংসদ হিসেবে শপথগ্রহণ করলেন বাংলার প্রতিনিধিরা। তৃণমূল ও বিজেপি সাংসদরা অধিকাংশই বাংলায় শপথবাক্য পাঠ করেন। শপথ নিয়েই কার্যত ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, পার্থ ভৌমিক সহ অন্যান্যরা।
এমনকী শপথমঞ্চে দাঁড়িয়েই মন্ত্রোচ্চারণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। সংসদ কক্ষে ওঠে ‘খেলা হবে’ স্লোগানও। এদিন কেবলমাত্র৷ তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ হিন্দিতে শপথবাক্য পাঠ করেন। অন্যদিকে, অনুপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দেব, শত্রুঘ্ন সিনহা ও হাজি নুরুল ইসলাম। সম্ভবত বুধবার শপথ নেবেন দেব।