আগামীকাল বুধবার স্বাধীন ভারতে প্রথমবারের জন্য লোকসভা স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হতে চলেছে। এনডিএ শিবিরের ওম বিড়লা ও ইন্ডিয়া শিবিরের কে সুরেশ লড়বেন নির্বাচনে। প্রাথমিকভাবে কংগ্রেসের আচরণে তৃণমূল কিছুটা ক্ষুব্ধ হলেও, শেষপর্যন্ত রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পরে জটিলতা কেটেছে বলে খবর।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে বুধবার সকাল ১০.৪৫ মিনিটে সমস্ত সাংসদদের পুরনো সংসদ ভবনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। মনে করা হচ্ছে, স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন করতে চলেছে তৃণমূল সাংসদরা।