Sambad Samakal

Water: জলের দাবিতে লাগাতার অনশন! হাসপাতালে দিল্লির মন্ত্রী

Jun 25, 2024 @ 12:05 pm
Water: জলের দাবিতে লাগাতার অনশন! হাসপাতালে দিল্লির মন্ত্রী

তীব্র জল সঙ্কটে জেরবার দেশের রাজধানী দিল্লির বাসিন্দারা। আর জলের দাবি শুক্রবার থেকে একটানা অনশন করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিল্লির আপ সরকারের জলমন্ত্রী অতিশী। সোমবার গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে অতিশীর শরীরে সুগার লেভেল কমে ৪৩-এ এসে ঠেকেছে। কমেছে ব্লাড প্রেশারের মাত্রা। এমনকী বিপজ্জনকভাবে বেড়েছে কিটোন বডির মাত্রা। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। যদিও হাসপাতালে এখনও খাবার খেতে অস্বীকার করছেন অতিশী। তাঁর দাবি, যতক্ষণ না দিল্লিবাসীর জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ অনশন চালিয়ে যাবেন।

Related Articles