চলন্ত লোকাল ট্রেনে ব্যাগে করে শিশু পাচারের চেষ্টা! হাতানাতে রেল পুলিশের হাতে পাকড়াও এক মহিলা! বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বিরাটি স্টেশনে।
জানা যাচ্ছে, লোকাল ট্রেনে একটি ব্যাগে করে শিশু নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা। শিশুটির আনুমানিক বয়স এক থেকে দেড় বছর। ট্রেনে থাকা এক জন জিআরপি আধিকারিকের সন্দেহ হওয়ায় মহিলাকে নামানো হয় বিরাটি স্টেশনে। জিজ্ঞাসাবাদ করলে শিশুটির পরিচয় সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেনি ওই মহিলা। কোথা থেকে ওই শিশুটিকে নিয়ে এসে পাচারের চেষ্টা চলছিল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিরাটি জিআরপি।