মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বুধবারও শহরজুড়ে অব্যাহত বেআইনি হকার উচ্ছেদ অভিযান। সকাল থেকেই বেহালা, আলিপুর চিড়িয়াখানা, নিউটাউন, যদুবাবুর বাজার সহ একাধিক এলাকায় বুলডোজার দিয়ে চলছে বেআইনি দোকান সরানোর কাজ।
কলকাতা পুরসভার স্পেশাল অ্যাকশান স্কোয়াড ও কলকাতা পুলিশের যৌথ অভিযান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। হকারদের দাবি, কোনও নোটিশ ছাড়াই পুলিশ অভিযান চালিয়ে দোকান তুলে দিচ্ছে। নিজেদের রুটি-রুজি হারিয়ে কার্যত দিশেহারা হকাররা। যদিও পুলিশ ও পুরসভার দাবি, দীর্ঘদিন ধরেই ফুটপাথের ওপরে থাকা বেআইনি দোকানদারদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই এই ধরনের অভিযানে নামতে হয়েছে।