শহর কলকাতার সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র! গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সকালে এসএসকেএম ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালায় কলকাতা পুলিশের গুণ্ডা দামন শাখা।
জানা যাচ্ছে, এসএসকেএম হাসপাতাল থেকে ৩ জন ও কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ২ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। রোগী ভর্তি, রোগীদের সঙ্গে দেখা করিয়ে দেওয়া সহ বিভিন্ন অযুহাতে দালালরা টাকা তুলত বলে খবর। কলকাতা পুলিশের দাবি, নিয়মিত ভাবেই সরকারি হাসপাতালগুলোত এই অভিযান চালানো হবে।