লোকসভা ভোটের পরে বুধবার নবান্নে প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকেই মন্ত্রীদের উন্নয়নমূলক কাজের জন্য একাধিক নির্দেশ দিলেন তিনি।
জানা যাচ্ছে, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যে এলাকায় লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, সেই সমস্ত এলাকার উন্নয়নের দিকে বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের সঙ্গে নিয়ে উন্নয়নের কাজের দায়িত্ব নিতে হবে মন্ত্রীদের। বিশেষ করে শহরাঞ্চলে বহু ক্ষেত্রে তৃণমূলের থেকে বিরোধীরা বিভিন্ন এলাকায় এগিয়ে ছিল লোকসভা ভোটের ফলাফলের নিরিখে। সেই দিকেও সকলকে বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।