ফের বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি! তীব্র বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২ শিশু। জানা যাচ্ছে, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে লালগোলায়।
আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থাকা ২ শিশু তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। একটি পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়েই মারাত্মক এই দুর্ঘটনা ঘটে যায়। পরিত্যক্ত বাড়িডে কে বা কারা বোমা মজুত করে রেখেছিল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।