কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোট হোক বা নিত্যদিনের রাজনীতি, ধারে-ভারে একে অন্যের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান দু’জনেই। বুধবার লোকসভার স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে হাতে হাত ধরলেন তাঁরা।
এদিন স্পিকার হিসেবে এনডিএ প্রার্থী ওম বিড়লা নির্বাচিত হওয়ার পরে একসঙ্গে তাঁর সামনে গিয়ে করমর্দন করলেন রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি। এমনকী পরম্পরা মেনে একসঙ্গে লোকসভার স্পিকারের চেয়ার পর্যন্ত ওম বিড়লা’কে এগিয়েও দিলেন রাহুল-মোদি।