বরাবরই বিজেপির হিন্দুত্ববাদের কড়া সমালোচক হিসেবে পরিচিত বাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন সম্পর্কে খোলাখুলি নিজের মতামত ব্যক্ত করলেন তিনি। জানিয়ে দিলেন, এবারের লোকসভা ভোটে হিন্দুরাষ্ট্রের বিরুদ্ধেই ভোট দিয়েছে ভারতবাসী।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমর্ত্য সেন বলেন, “এবারের লোকসভা ভোটে যে মানুষ হিন্দুরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিয়েছে তা পরিষ্কার। তবুও বিজেপির শক্তি এখনও বেশি। একটা মন্দির প্রতিষ্ঠা করে, সেই দিক থেকেই সবটা দেখানোর চেষ্টা হয়েছিল। তবে গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথের দেশকে হিন্দুরাষ্ট্রে পরিণত করা কখনওই সমীচীন নয়। বিনা বিচারে লোককে জেলে আটকে রাখা, এই সরকার বেশি ব্যবহার করছে। বেকারত্ব বাড়ছে, শিক্ষা-স্বাস্থ্য অবহেলিত। এই পরিস্থিতির পরিবর্তন দরকার।”