হকার সমস্যা সমাধানে বৈঠকে বসে শহর কলকাতার যত্রতত্র গজিয়ে ওঠা বেআইনি পার্কিং নিয়ে কার্যত নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! অবিলম্বে সমস্ত বেআইনি পার্কিং ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন পুলিশকে!
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যেখানে সেখানে বেআইনি পার্কিং করা হচ্ছে। লোকাল নেতা আর পুলিশ, এর জন্য দায়ী। টাকা নিয়ে বসিয়ে দিচ্ছে। এসব চলবে না। অবিলম্বে বেআইনি পার্কিং ভাঙতে হবে। পুলিশ এই কাজ করবে। আর যদি দেখা যায়, পার্কিংয়ের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে, তাহলে টেন্ডার ডেকে স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করা হবে। প্রয়োজনে আলিপুরের মত শহরের বিভিন্ন প্রান্তে পার্কিং-এর জন্য বড় যায়গা তৈরি করে দিতে হবে। তবে সবার আগে বেআইনি পার্কিং ভাঙতে হবে।”