নারী-পুরুষ নির্বিশেষে ভারতের ৫০ শতাংশ নগরিকই শারীরিকভাবে ‘অক্ষমতার’ শিকার! সম্প্রতি প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, প্রখ্যাত বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত পত্রিকা ‘ল্যানসেট’ ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গোটা বিশ্বজুড়ে এক সমীক্ষা চালিয়েছে।
সেই সমীক্ষার তথ্য অনুযায়ী, ভারতের প্রাপ্তবয়স্ক ৫৭ শতাংশ নারীই প্রয়োজনের তুলনায় অনেকটা কম কায়িক পরিশ্রম করেন। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে ৪২ শতাংশই অলসতার শিকার। যথাযথ কায়িকশ্রমের অভাবে শরীরে বসা বাঁধছে বিভিন্ন ধরনের ব্যাধি। ফলে শারীরিকভাবে ‘অক্ষম’ হয়ে পড়ছেন নারী-পুরুষ উভয়েই। অলসতার নিরখে গোটা দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।