নির্বাচনী প্রচারে সাধুদের নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সেই মামলায় স্বস্তি পেলেন তিনি। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এই মামলায় আপাতত তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আদালতের কোনও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।
এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, এটি পুরনো গল্প। এই মামলাটির দলিল-দস্তাবেজ দেখে জনস্বার্থে বলে মনে হয়নি। প্রয়োজনে অন্যভাবে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়া যেত।