বৃহস্পতিবার সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলার মানুষ অস্বস্তিকর গরমের জেরে কার্যত নাজেহাল। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বিকেলের পরে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। যদিও বর্ষার ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নির্দিষ্টভাবে এখনও জানাতে পারেনি হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৭ শতাংশ।