হকার সমস্যা সমাধানে বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা ঘোষণা করেন, প্রতিটি হকিং জোনে একটি করে গোডাউন তৈরি করবে রাজ্য সরকার। যেখানে হকাররা তাদের সামগ্রী রাখতে পারবে। অগ্নিনির্বাপণ সহ সমস্ত সুরক্ষা ব্যবস্থা সেখানে থাকবে।
অন্যদিকে, যে সমস্ত বাজার বিপজ্জনক অবস্থায় আছে, সেগুলো প্রয়োজনে রাজ্য সরকার অধিগ্রহণ করে সেখানে বহুতল বাজার তৈরি করবে। একতলায় কাঁচা সবজির বাজার হবে ও অন্যান্য তলায় দোকান হবে।