এখনই নয় উচ্ছেদ অভিযান, হকারদের পাশে দাঁড়িয়ে ঘোষণা মানবিক মুখ্যমন্ত্রীর! বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী এক মাস সময় দেওয়া হচ্ছে হকারদের। এরমধ্যে সরকার নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলতে হবে। একমাস পরে ফের বিষয়টি নিয়ে রিভিউ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা জানান, হকার উচ্ছেদ করা তাঁর সরকারের উদ্দেশ্য নয়। তবে হকারদেরও একটা নিয়মের মধ্যে আসতে হবে। পাশাপাশি, গত দু’দিন ধরে যে সমস্ত হকারদের উচ্ছেদ করা হয়েছে, অবিলম্বে তাঁদেরও তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত হকাররা স্থানীয় হলে, রোজগারের আর কোনও পথ না থাকলে, সরকার তাঁদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করবে।”