তোলাবাজি যে কোনও ভাবেই বরদাস্ত নয়, আগেও বহুবার বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের এনিয়ে পুলিশ-প্রশাসনের কর্তাদের পাশাপশি শাসকদলের নেতাদেরও সতর্ক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর হুশিয়ারি, “গরিব হকারদের থেকে চাঁদা নেবেন না। চাঁদার লোভে বেআইনি ভাবে হকার বসাবেন না। কেউ এসব করলে, তিনি যতবড় নেতাই হোন, তাঁকে গ্রেফতার করা হবে।”
editor