২০৩৬ সালে ভারতে বসতে চলেছে অলিম্পিক গেমসের আসর! বৃহস্পতিবার সংসদে ভাষণ রাখার সময়ে একরকমই ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানান, দেশে অলিম্পিকের আসর বসানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।
এদিন রাষ্ট্রপতি আরও বলেন, “আর কয়েক দিন পরেই প্যারিস অলিম্পিকের আসর বসতে চলেছে। আমি নিশ্চিত আমাদের দেশের খেলোয়াড়রা সেখানে দেশের মুখ উজ্জ্বল করবে। ক্রীড়া ক্ষেত্রে ভারতের যুবক-যুবতীরা অত্যন্ত ভালো সুযোগ পাচ্ছেন। সরকারি একাধিক নীতি ও প্রকল্পের জন্যই দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চেও অসাধারণ সাফল্য অর্জন করেছে।”