বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয়ী দউি তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী ও রেয়াথ হোসেনের শপথগ্রহণ নিয়ে অব্যাহত জটিলতা! বুধবারের পরে বৃহস্পতিবারও বিধানসভার ভেতরে আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসেন দুই বিধায়ক। তাঁদের সাফ কথা, রাজভবনে গওয়ে শপথ নেবেন না। প্রয়োজনে রাজ্যপালকে বিধানসভায় আসতে হবে অথবা স্পিকার শপথবাক্য পাঠ করাবেন।
নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে এই জটিলতা প্রসঙ্গে এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “কেন রাজভবনে গিয়ে শপথ নেবে! রাজভবনের যা কীর্তি! ওখানে যেতে মেয়েরা ভয় পাচ্ছে, আমার কাছে রিপোর্ট আছে।” মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই একদিনের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সায়ন্তিকা ও রেয়াতকে শপথগ্রহণ করানো যায় কিনা, সেই দিক খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।