ভোট পরবর্তী হিংসার বিচারের দাবিতে কলকাতার রাজভবনের সামনে ধরনায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে জানানো হল, রবিবার ৪ ঘণ্টার জন্য রাজভবনের সামনে ধরনায় বসতে পারেন শুভেন্দু।
এদিন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের এই অবস্থান শুনে প্রাথমিকভাবে বলেন, আগামী ৭ জুলাই রাজভবনের সামনে ধরনায় বসতে পারেন বিরোধী দলনেতা। যদিও শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রশ্ন তোলেন, ১৪৪ ধারার অযুহাতে যেখানে মাত্র ৪ ঘণ্টার জন্য ধরনার অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করেছিলেন রাজভবনের সামনে!