একদিন আগেই নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। আর সেই নির্দেশের পরই হকার সার্ভে শুরু করে দিল কলকাতা পুরসভা।
শুক্রবার সকালে গড়িয়াহাটে হকার সমীক্ষায় আধিকারিকদের সঙ্গে নিয়ে পথে নামলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। হকারদের সঙ্গে কথা বলে, তাঁদের একটি ফর্মও দেওয়া হয়। এদিনই বিকেলে নিউমার্কেটেও হকার সার্ভে করার কথা পুর-আধিকারিকদের।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, হকারদের দোকান প্রতি পরিবারের একজনকে একটি করে ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভার পাশাপাশি সমীক্ষা করবে হকার কমিটিগুলিও। এই পুর সমীক্ষার ভিডিওগ্রাফিও করা হবে। আগামী এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে পুরসভা। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রীর তৈরি হাইপাওয়ার কমিটি। সার্ভে হবে মূলত গড়িয়াহাট, কলকাতা কর্পোরেশনের সামনে, গ্র্যান্ড হোটেল চত্বর, নিউ মার্কেট-সহ মোট পাঁচটি এলাকায়।