প্রশ্নপত্র ফঁসের অভিযোগে, বাতিল হয়ে গিয়েছিল ইউজিসি নেট। এরপরে বাতিল হয়েছিল সিএসআইআর নেট পরীক্ষাও। শুক্রবার রাতে নেট পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করল ন্যাশানাল টেস্টিং এজেন্সি।
জানানো হয়েছে, ইউজিসি নেটের জুন মাসের সাইকেলের পরীক্ষা হবে ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। আর সিএসআইআর নেট পরীক্ষা হবে ২৫-২৭ জুলাই। ২০২৪ সালের এনসিইটি পরীক্ষা নেওয়া হবে ১০ জুলাই।