Sambad Samakal

New Market: হকার-ব্যবসায়ী সংঘর্ষে উত্তাল নিউমার্কেট! তুমুল উত্তেজনা, বন্ধ দোকান

Jun 29, 2024 @ 5:16 pm
New Market: হকার-ব্যবসায়ী সংঘর্ষে উত্তাল নিউমার্কেট! তুমুল উত্তেজনা, বন্ধ দোকান

হকার-ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তাল নিউমার্কেট! মাঝে দাঁড়িয়ে পুলিশ! বন্ধ একাধিক দোকান, তীব্র যানজট গোটা এলাকায়! জানা যাচ্ছে, শনিবার সকাল থেকেই নিউমার্কেটে ফুটপাথের হকারদের ডালা নিয়ে বসতে বাধা দেন স্থায়ী দোকানদারদের একাংশ। পাল্টা হকাররা প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থায়ী দোকানদারদের অভিযোগ, তাদের ওপর হামলা চালায় ফুটপাথের হকাররা।

এই খবর চাউড় হতেই পথে নেমে পড়েন কয়েক’শো হকার। তাদের অনেকের হাতেই দেখা যায় তৃণমূলের পতাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বিশাল পুলিশবাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা রয়েছে দু’পক্ষেই। পুলিশের আবেদন, কারও কোনও অভিযোগ থাকলো, তারা যেন থানায় অভিযোগ জানায়। কোনওমতেই আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করা হবে না।

Related Articles