কোচবিহারের মাথাভাঙায় বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধর! চাঞ্চল্যকর এই অভিযোগের তদন্তে কোচবিহারে পৌঁছল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। পুলিশের তরফেও নির্যাতীতা মহিলার বয়ান রেকর্ড করা হয়।
অভিযোগ, বিজেপি করার অপরাধে ওই মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। ভয়ে বাড়ি ছেড়ে এই মুহূর্তে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন আক্রান্ত মহিলা। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।