Sambad Samakal

Delhi Rain: প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজধানী! মৃত অন্তত ১১! জারি ‘লাল’ সতর্কতা

Jun 30, 2024 @ 11:21 am
Delhi Rain: প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজধানী! মৃত অন্তত ১১! জারি ‘লাল’ সতর্কতা

একটানা প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। যার মধ্যে জলে ডুবে মৃতু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে খবর। আগামী কয়েক দিনও দিল্লিতে ভারী বৃষ্টির ‘লাল’ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

জানা যাচ্ছে, শুধু দিল্লি নয়, বর্ষার জেরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড সহ পাশ্ববর্তী রাজ্যগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিল্লিতে ইতিমধ্যেই একাধিক ত্রাণ শিবির চালু করা হয়েছে। নীচু এলাকাগুলো থেকে নাগরিকের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

Related Articles