বেআইনি নির্মাণকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া। জানা যাচ্ছে, বাঁকড়ার শেখপাড়ায় একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। এমনকী প্রকাশ্যে বোমা-বন্দুক নিয়ে দাপাদাপি করতেও দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকে লক্ষ্য করেও ব্যাপক ইঁটবৃষ্টি হয়। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩ জন। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।