রথযাত্রার পরের দিন অর্থাৎ আগামী ৮ জুলাই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা হবে বলে ঘোষণা করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যদিও তখনই এই ঘোষণার তীব্র বিরোধীতা করেছিল সেরাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার। আর রবিবার এই বিষয়ে বড়সড় আপডেট দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহন মাঝি জানান, “সকলের মনে এই মুহূর্তে একটাই কথা ঘুরপাক খাচ্ছে যে, কবে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা হবে। আমি বলছি, অতি দ্রুতই রত্ন ভাণ্ডার খুলবে। জগন্নাথ দেবের সমস্ত অলংকার খতিয়ে দেখা হবে। কোনও অনিয়ম ধরা পড়লে কড়া শাস্তি দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার নিয়ে ওড়িশা সহ গোটা দেশের আম জনতার মধ্যে উৎসাহের অভাব নেই। এমনকী নির্বাচনে রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। এখন দেখার শেষপর্যন্ত রথযাত্রার আগে না পরে, ওড়িশা সরকারের তরফে প্রকাশ্যে আনা হয় জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার।