স্রেফ সন্দেহের বশেই বউবাজার ও সল্টলেকে পিটিয়ে খুন! পুলিশি তদন্তে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!
জানা যাচ্ছে, বউবাজারের হস্টেলে টিভি মেকানিক ইরশাদকে ডেকে আনে কয়েক জন প্রাক্তন পড়ুয়া। তারপরে মোবাইল চোর সন্দেহে ইরশাদের কোমরের নীচের অংশে মারাত্মক মারধর করা হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে পর্যন্ত চলে মার। এমনকী প্রমাণ লোপাটে ডিলিট করে দেওয়া হয় সিসি ক্যামেরার ফুটেজও। এমনই তথ্য উঠে এসেছে পুলিশি জেরায়।
অন্যদিকে, সল্টলেকে মোবাইল চের সন্দেহে প্রসেন মণ্ডলকেও একই ঋাবে মোবাইল চোর সন্দেহে পেয়ারা গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এমনকী স্টোনচিপের ওপরে ফেলে মারাত্মক আঘাত করা হয়। বাধা দিতে গেলে মৃত যুবকের ঠাকুমাকেও মারধরের হুমকি দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত করতে রক্তাক্ত অবস্থায় ফেলেও রাখা হয় দীর্ঘক্ষণ! এই দুই ঘটনায় ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।