অষ্টাদশ সংসদ শুরু হওয়ার পরে পুনরায় স্পিকারের পদে বসেছেন ওম বিড়লা। তবে এবার ডেপুটি স্পিকার পদ পেতে রণকৌশল তৈরি শুরু করল বিরোধী ইন্ডিয়া জোট। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ও বাংলার তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই বিষয়ে উদ্যোগী হয়েছে।
জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, অযোধ্যার রামমন্দিরের এলাকা এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেখানকার সাংসদকেউ এবার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়ার প্রার্থী করতে উদ্যোগ নিচ্ছে তৃণমূল ও সমাজবাদী পার্টি।