রবিবার সকাল থেকেই মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনা সহ গাঙ্গেয় উপকূলের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনই একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এর জেরে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। যদিও বাতাসে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় রয়েছে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬ শতাংশ।