Sambad Samakal

Teesta River: লাগাতার জল বাড়ছে তিস্তায়, বিপর্যয়ের আশঙ্কায় কোথায় জারি ‘হলুদ’ সতর্কতা?

Jun 30, 2024 @ 12:58 pm
Teesta River: লাগাতার জল বাড়ছে তিস্তায়, বিপর্যয়ের আশঙ্কায় কোথায় জারি ‘হলুদ’ সতর্কতা?

লাগাতার জল বাড়ছে তিস্তা নদীতে! প্রবল বিপর্যয়ের আশঙ্কায় জারি হয়েছে ‘হলুদ’ সতর্কতা। জানা যাচ্ছে, এদিন সকালে গজলডোবা থেকে ২ হাজার ৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই।

পাশাপাশি, সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। ফলে জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তৈরি রাখা হয়েছে ত্রাণ শিবির। প্রয়োজনে নীচু এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

Related Articles