ফের জ্বালানির জ্বালা! জুলাই মাসের প্রথম দিনেই বাড়ল পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম। জানা যাচ্ছে, বাংলায় ১.১ টাকা বাড়ল পেট্রোলের দাম। পাশাপাশি ১ টাকা করে বেড়েছে লিটার পিছু ডিজেলের দামও।
সোমবার সকাল ৬টা থেকে লাগু হয়েছে এই নয়া রেট। যার ফলে পেট্রোলের দাম ১০৩ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি ৯০ টাকা ৭৬ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯১ টাকা ৭৬ পয়সা।