ফের কমল রান্নার গ্যাসের দাম! সোমবার সকালে ৩০ টাকা করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কথা ঘোষিত হয়েছে। জানা যাচ্ছে, দাম কমার ফলে এদিন থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১ হাজার ৭৫৬ টাকায়।
রাজধানী নয়া দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ১ হাজার ৬৪৬ টাকা। মুম্বইয়ে দাম হল ১ হাজার ৫৯৮ টাকা। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।