বুধবার ভরসন্ধ্যায় গুলি চলল ব্যান্ডেল স্টেশনে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে লালবাবু গোয়ালা (৫০) নামে কলকাতা পুরসভার এক কর্মীর। নিহত লালবাবুর বাড়ি ব্যান্ডেলের কাজিডাঙ্গা এলাকায়। তাঁর বুকের বাঁদিকে গুলি লাগে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিন সন্ধ্যায় পুরসভার কাজ শেষে বাড়ি ফিরছিলেন ললবাবু। ব্যান্ডেল স্টেশনে ট্রেন থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লালবাবু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।