রেলগেট খোলা, পারাপার করছে ছোট, বড় গাড়ি। সাইকেল, বাইক কিংবা পায়ে হেঁটে খোলা রেল গেট পেরোচ্ছেন স্থানীয়রাও। অথচ দেওয়া রয়েছে সবুজ সিগন্যাল। যার জেরে বড় দুর্ঘটনা ঘটে যাওয়া ছিল নেহাতই সময়ের অপেক্ষা। তবে রেলের চূড়ান্ত গাফিলতি সত্ত্বেও শুধু চালকের তাৎপতায় দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ওই রেলগেটের কাছাকাছি আসতে বিষয়টি নজরে পড়ে চালকের। দ্রুত ব্রেক কষেন তিনি। দ্রুত গতিতে থাকা ট্রেনটি কোনওক্রমে থামে রেলগেট ছুঁয়ে। খবর লেখা পর্যন্ত ঘটনায় রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
editor