আগামী ১৪ জুলাই শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে রাজভবনের সামনে ধরনায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আইনজীবীর মতামত নিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, ওইদিন সকাল ১০ টা থেকে চার ঘণ্টার জন্য রাজভবনের সামনে ধরনা কর্মসূচি পালন করতে পারেন বিরোধী দলনেতা। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন বিচারপতি। বুধবার বিচারপতি জানিয়েছেন, অবস্থান হতে হবে শান্তিপূর্ণ। বিজেপির কোনও নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ধরনায় অংশ নিতে পারবেন না। ধরনায় একসঙ্গে সর্বাধিক ৩০০ লোক অংশ নিতে পারবেন। এমনকী, ধরনাস্থল থেকে কোনও বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না। সেইসঙ্গে মানতে হবে দূষণবিধিও।
এদিন আদালতে এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের আপত্তি নেই। এরপরই চার ঘন্টার জন্য বিরোধী দলনেতাকে কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত।
