আর মাত্র কয়েকঘণ্টা। তারমধ্যেই অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের চার জেলা। সঙ্গে দোসর বজ্র বিদ্যুতের চোখরাঙানি। বুধবার দুপুরে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এদিন সকাল থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলগুলিতেও বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তবে বিকালের পর থেকে দক্ষিণের চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।