বর্ষার শুরুতেই কলকাতার পার্শ্ববর্তী এলাকায় কলেরা আক্রান্ত দু’জন! বৃহস্পতিবার সকালে জলের নমুনা পরীক্ষা করতে এল নাইসেডের কর্মীরা। আপাতত হাসপাতালে স্থিতিশীল চিকিৎসাধীন মা ও ছেলে।
জানা যাচ্ছে, বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাগুইআটির জ্যাংড়া এলাকায় কলেরা আক্রান্ত হয়েছেন বছর ৩৫-এর এক যুবক। পেটে ব্যথা, সংক্রমণ, আমাশা, জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর মা’ও। ঠিক কীভাবে কলেরা সংক্রমণ ছড়াল তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। আতঙ্কিত এলাকার বাসিন্দারাও।