আনুষ্ঠানিক ভাবে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও, সেভাবে বৃষ্টির প্রাবল্য এখনও শুরু হয়নি। আর তারআগেই রাজ্যে হাজার ছাড়িয়ে গেল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।
জানা যাচ্ছে, ২৬ জুন পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শেষ ৭ দিনেই ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে ১২৯ জনের শরীরে। ফলে এখন থেকেই বর্ষাকালে পরিষ্কার জল জমিয়ে রাখা ও মশা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।