বৃহস্পতিবার ভোরে বিশ্বজয় করে ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখল টিম ইন্ডিয়া। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিত, কোহলি, সূর্যকুমারদের স্বাগত জানান বিসিসিআই সচিব জয় শাহ। এরপরে হোটেল হয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৭ লোকনায়ক মার্গে পৌঁছে যান টিম ইন্ডিয়ার সদস্যরা।
প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই কার্যত শুভেচ্ছার বন্যায় ভাসছে মেনস ইন ব্লু। এদিন বিমানবন্দর, হোটেল সর্বত্র টিম ইন্ডিয়াকে ঘিরে বাধভাঙা আবেগ ছিল লক্ষ্য করার মতো। বিশ্বকাপ ট্রফি হাতে রোহিত শর্মার হাসি, সূর্যকুমার যাদবের নাচ সকলের নজর কেড়েছে।