রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বাদ দিয়েই হবে নবনির্বাচিত দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান! বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
স্পিকার জানিয়েছেন, রাজ্যপালকে বাদ দিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে শপথগ্রহণ হবে। বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন শপথ নেবেন। প্রসঙ্গত, উপনির্বাচনে জিতে আসার পরেও দীর্ঘদিন ধরে শপথ নিয়ে জটিলতা চলছিল এই দুই বিধায়কের।