লোকসভা ভোটের পর থেকেই নির্দিষ্ট কোনও কাজ দিচ্ছে না দল! ‘অভিমানী’ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ! এভাবে চলতে থাকলে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথাও চিন্তাভাবনা করছেন তিনি! শুক্রবার সকালে কার্যত বিস্ফোরক দিলীপ।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “এভাবে আমার পক্ষে থাকা সম্ভব নয়। দল কোনও নির্দিষ্ট কাজ না দিলে টা-টা বাই-বাই বলতে হবে। যতদিন রাজনীতিতে আছি, দল যা বলবে তাই করব। কিন্তু চলতে থাকলে রাজনীতি করা আমার পক্ষে সম্ভব নয়। রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করার আছে।”