রথযাত্রার দিন বৃষ্টিতে ভিজবে বাংলা! শুক্রবার এমনই পূর্বাভাস শোনাল আলিপুর হাওয়া অফিস। জানানো হয়েছে, এদিন থেকেই কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
রবিবার অর্থাৎ রথযাত্রার দিন দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রথের দিন।