Sambad Samakal

BJP: সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা! গুরুতর জখম ৩, কাদের দিকে অভিযোগ?

Jul 6, 2024 @ 11:30 am
BJP: সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা! গুরুতর জখম ৩, কাদের দিকে অভিযোগ?

সোনারপুরের চৌহাটিতে সক্রিয় বিজেপি কর্মীর বাড়িতে হামলা! পরিবারের সদস্যদেরও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ! গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।

জানা যাচ্ছে, গুরুতর আহত গোবিন্দ অধিকারী এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। শনিবার ভোরবেলা কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে ওই বিজেপি কর্মী, তাঁর স্ত্রী ও ছেলে’কে কোপাতে থাকে। এরপরে প্রথমে আহতদের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় এসএসকেএম হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে। দুষ্কৃতিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Related Articles