Sambad Samakal

Central Budget: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ কবে? স্বস্তি মিলবে মধ্যবিত্তের?

Jul 6, 2024 @ 4:39 pm
Central Budget: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ কবে? স্বস্তি মিলবে মধ্যবিত্তের?

তৃতীয় বারের জন্য দিল্লির মসনদে বসেছে নরেন্দ্র মোদির সরকার। আর নতুন সরকারের প্রথম বাজেট পেশ হতে চলেছে চলতি মাসেই। শনিবার জানা গেল, আগামী ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করতে চলেছেন মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

২২ জুলাই থেকে শুরু হবে সংসদোর বাজেট অধিবেশন। চলবে ১২ অগাস্ট পর্যন্ত। চব্বিশের ভোটে চারশো পারের স্লোগান দিয়ে প্রচার চালালেও অনেক কম আসনেই আটকে গিয়েছে এনডিএ। তুলনায় সংসদে বিরোধীদের উপস্থিতি অনেকটাই শক্তিশালী। এবারের বাজেটে কি খানিকটা স্বস্তি মিলবে আম জনতার! উত্তর জানা যাবে ২৩ জুলাই।

Related Articles