Sambad Samakal

Eye Treatment: গার্ডেনরিচে দৃষ্টিশক্তি হারিয়ে রিও’তে ভর্তি ১৮! কী পদক্ষেপ চিকিৎসকদের?

Jul 6, 2024 @ 3:00 pm
Eye Treatment: গার্ডেনরিচে দৃষ্টিশক্তি হারিয়ে রিও’তে ভর্তি ১৮! কী পদক্ষেপ চিকিৎসকদের?

গার্ডেনরিচের হাসপাতালে ‘চোখের আলো’ প্রকল্পে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন ১৬ জন। যাঁদের চিকিৎসার জন্য পুনরায় কলকাতা মেডিক্যাল কলেজের রিও বা রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজিতে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে জানা গেল নতুন করে আরও ২ জন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ওই হাসপাতালে। তাঁরাও গার্ডেনরিচের হাসপাতালে ছানি অপারেশন করিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশ কয়েক জনকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পরে ছেড়ে দেওয়া হবে। কয়েক জনের নতুন করে একাধিক বার অপারেশন করা হলেও সমস্যার সমাধান হয়নি। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, দৃষ্টিশক্তি হারানো রোগীদের দৃষ্টি ফেরাতে সবরকমের চেষ্টা চালাচ্ছেন রিও’র চিকিৎসকরা।

Related Articles