Sambad Samakal

NEET Counselling: অনির্দিষ্টকালের জন্য ‘স্থগিত’ নিটের কাউন্সেলিং! কী হবে পড়ুয়াদের ভবিষ্যৎ?

Jul 6, 2024 @ 2:08 pm
NEET Counselling: অনির্দিষ্টকালের জন্য ‘স্থগিত’ নিটের কাউন্সেলিং! কী হবে পড়ুয়াদের ভবিষ্যৎ?

দুর্নীতি বিতর্ক ও আইনি জটিলতার মধ্যেই অনির্দিষ্টকালের জন্য ‘স্থগিত’ হয়ে গেল স্নাতক স্তরের নিট পরীক্ষার কাউন্সেলিং। শনিবার দেশব্যাপী হওয়ার কথা ছিল এই কাউন্সেলিং প্রক্রিয়া। তবে এদিনই ন্যাশানাল টেস্টিং এজেন্সির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে আপাতত কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হল।

তবে কবে ফের নতুন করে কাউন্সেলিং হবে, তা জানানো হয়নি। ফলে কার্যত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগের যথাযথ তদন্তের কথা বলেও, কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনও রকমের স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিমকোর্ট। স্বতঃপ্রণোদিত ভাবে এনটিএ’র তরফেই এদিন কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিতের কথা জানানো হল।

Related Articles